লবণ মরূদ্যানের পথে-প্রান্তরে

হাজার হাজার বছর আগে এই লোনা মরুভূমির পুরোটাই ছিল আরব সাগরের অন্তরে। প্রাকৃতিক দুর্যোগে সাগরের পথ ঘুরে যায়, আরো অনেক পরে প্রকৃতির ইচ্ছায় এ ভূমির নিচু স্থান উত্থিত হয় সমুদ্রের লবণের স্তরকে আগলে রেখে। সেই থেকে এ জনপদ লবণ ভূমি। কোনো গাছপালা নেই, নেই কোনো জনবসতি, চারদিকে অসীম সুন্দর লবণের দৃশ্যমান উপস্থিতি। মুঠো ভরে লবণ নিয়ে ছড়িয়ে দেওয়া যায় লবণ সমুদ্রের দিগন্তে।

Comments