ঈদের রাতের ইবাদত কিয়ামতের পেরেশানী থেকে মুক্তি দেয়

গতকাল চাঁদ দেখা না যাওয়ায় এ বছরের রমজান মাস ৩০ দিনে পূর্ণ হল। অর্থাৎ আগামীকাল সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদের রাতের অনেক ফজিলত। ঈদ রাত বলতে আজকের দিন শেষের রাত। কেননা আরবী মাসের দিন গণনা শুরু হয় সূর্য ডোবার পর থেকেই। তাই এই রাতটির ইবাদত মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঈদের রাতে ইবাদতকারীর অন্তর কিয়ামতের দিন ঘাবড়াবে না, ওই দিনের সকল পেরেশানী থেকে মুক্ত থাকবে।

Comments