৯৯ মিলিয়ন বছর আগের সবচেয়ে ছোট্ট ডাইনোসর!

লক্ষ-কোটি বছর আগে আমাদের এই পৃথিবীতে বিচরণ করতো বিশাল সব প্রাণী, যাদেরকে আমরা ডাইনোসর হিসেবেই জানি এখন। সে সময় মানুষ ছিল না। ছিল বিভিন্ন প্রজাতির বিশাল সব ডাইনোসর।
তবে বিজ্ঞানীদের দীর্ঘ প্রয়াসে এবার আবিষ্কৃত হলো, ইতিহাসের সবচেয়ে ছোট্ট ডাইনোসর।  এটি দেখতে কেমন, এর আকার কেমন ছিল জানেন?
মাত্র দুই ইঞ্চি লম্বা, পাখির মতো দেখতে ছিল ছোট্ট ওই ডাইনোসর। বর্তমানের মিয়ানমারে সেই ৯৯ মিলিয়ন বছর আগে বিচরণ ছিল এই ক্ষুদে ডাইনোসরের। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ওকুলুডেন্টাভিস খাউনগ্রে। আরো পড়ুন

Comments