করোনা মোকাবিলায় ‘হ্যান্ড স্যানিটাইজার’ উৎপাদন শুরু করেছে ঢাবি

‘হ্যান্ড স্যানিটাইজার’ উৎপাদন শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা
‘হ্যান্ড স্যানিটাইজার’ উৎপাদন শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা

করোনাভাইরাস থেকে বাঁচতে ‘হ্যান্ড স্যানিটাইজার’ উৎপাদন শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্মেসি অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীদের বিনামূল্যে দেয়ার জন্য নিজেদের ফান্ড থেকে ‘হ্যান্ড স্যানিটাইজার’ উৎপাদন শুরু করেছেন তারা। 
ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল মুহিত বলেন, শুক্রবার প্রাথমিকভাবে ২০০ বোতল স্যানিটাইজার উৎপাদন করা হয়েছে। শনিবার আরো ২০০ বোতল উৎপাদন করা হবে। প্রাথমিকভাবে উৎপাদিত এসব স্যানিটাইজার নিজস্ব বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মাঝে বিতরণ করা হবে। আরো পড়ুন

Comments