আবারো উন্মুক্ত করা হলো সবচেয়ে প্রাচীন পিরামিডটি

৪ হাজার ৭০০ বছর আগে প্রাচীন মিসরের তৃতীয় রাজবংশের দ্বিতীয় রাজা জোজারের শাসনামলে একটি স্টেপ পিরামিড নির্মাণ করেছিলেন সে সময়কার স্থপতি ইমোটেপ। বিশ্বের সবচেয়ে প্রাচীন এই পিরামিডটির পাথরের অবকাঠামো কালের বিবর্তনে ক্ষয়ে যাচ্ছিল বলে ১৯৩০ এর দশকে তা দর্শণার্থীদের জন্য বন্ধ করে দেয়া হয়।
পিরামিডটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার দায়িত্ব নেয় বৃটেনের সিনটেক কোম্পানি। তাদের তত্ত্বাবধানে ৯০ বছর পর আবারো সবচেয়ে প্রাচীন এই পিরামিডটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। ‘জোজার’ নামের এই পিরামিডটি ২০০ ফুট উঁচু।
গবেষকরা বলছেন, এটি মিশরে তৈরি প্রথম পিরামিড ও বিশ্বের সবচেয়ে প্রাচীন স্মৃতিস্তম্ভ। সম্পূর্ণ পাথরের তৈরি এই পিরামিডটি কায়রোর দক্ষিণে সাক্কারা এলাকায় নির্মাণ করা হয়। বড় সব আয়তাকার পাথরের মাধ্যমে পিরামিডটি তৈরি হয়। প্রাচীন মিশরের সম্রাট জোজার এর মরদেহ এই পিরামিডের নিচেই আছে বলে ধারণা করা হয়। আরো পড়ুন

Comments