আজ দুপুর ১টা ৫৯ মিনিটে ফিরে আসবে সেই বিশেষ দিন

আজ ১৪ মার্চ, গাণিতিক ধ্রুবক পাই-এর সম্মানে পালন করা হচ্ছে ‘বিশ্ব পাই (π) দিবস’। দিবসটি দুপুর ১টা ৫৯ মিনিটে পালন করা হয়। পাই-এর মান প্রায় ৩.১৪ বলে বিশ্বের গণিতবিদরা প্রতিবছর ১৪ মার্চকে পাই দিবস হিসেবে পালন করে থাকেন।

এদিন দুপুর ১টা ৫৯ মিনিট ২৬ সেকেন্ডকে ‘পাই সেকেন্ড’ বলা হয়। পাই সেকেন্ডে পাই দিবস পালনের মধ্য দিয়ে পাইয়ের মানের (৩.১৪১৫৯২৬) কাছাকাছি সময়ে দিবসটি উদযাপন করা সম্ভব হয়। আরো পড়ুন

Comments